|
শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে – সেলিমুজ্জামান সেলিম
মোঃ আশরাফুজ্জামান
|
|
শান্তি, সম্প্রীতি ও ভ
মোঃ আশরাফুজ্জামান,
কাশিয়ানী, গোপালগঞ্জঃগোপালগঞ্জের কাশিয়ানীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
আজ (বুধবার) সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তিনি কাশিয়ানী উপজেলার মহেশপুর, শিবগাতী, নোয়াপাড়া, মাহমুদপুর, জিকা বাড়ি, ভাদুলিয়া ও ভাটিয়াপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরসহ একাধিক পূজা মণ্ডপে পূজার আয়োজন ঘুরে দেখেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির সামাজিক ও সাংস্কৃতিক উৎসবও। এ উৎসব শান্তি, সম্প্রীতি আর ভ্রাতৃত্বের বার্তা বহন করে। এখানে হিন্দু-মুসলিমসহ সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে আনন্দ ভাগাভাগি করেছে। আমি বিশ্বাস করি, শারদীয় দুর্গাপূজার আনন্দ হিন্দু-মুসলিম সবাই একসাথে ভাগাভাগি করবে। বিএনপি সবসময় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের রাজনীতিতে বিশ্বাস করে।”
তিনি আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত করতে হবে। তাদের নেতৃত্বে বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ।”
এসময় কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আজিজুল হক নান্নু, যুবদলের এনামুল হক শিমুল, সদস্য সচিব আরিফুল ইসলাম পাভেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফুরকান শরীফ টিটু, সদস্য সচিব মিলন খান, উপজেলা ছাত্রদলের সভাপতি আমরুল ইসলাম সোহেল, সদস্য সচিব সুজাউদ্দিন অপুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
|
