|
গোপালগঞ্জ-১ আসনে এমপি প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দু সেলিমুজ্জামান সেলিম
মোঃ আশরাফুজ্জামান
|
|
মোঃ আশরাফুজ্জামান,গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-১ আসনে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলায় সাধারণ মানুষের মুখে – মুখে একটি নাম জননেতা সেলিমুজ্জামান সেলিম।
শৈশব থেকেই শান্ত স্বভাবের সেলিমুজ্জামান অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী পরোপকারী ছিলেন। ছাত্র জীবন থেকেই সমাজ সেবার মাধ্যমে তিনি নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা অর্জন করেন।
রাজনৈতিক জীবনে হামলা, মামলা ও কারাবাস তাঁর রাজনৈতিক চলার পথ রোধ করতে পারেনি। বরং প্রতিবার নতুন উদ্যমে তিনি জনগণের স্বার্থে রাজপথে নেমেছেন।
কাশিয়ানী উপজেলার বালু গ্রামের প্রবীন মুরুব্বি তোতা মিয়া বলেন আমার নেতা সেলিমুজ্জামান সেলিম মাটির মানুষ। তাঁর কোনো অহংকার নেই।দীর্ঘ দিন তার সাথে বিএনপির রাজনীতি করে আসছি তার মত ভালো মানুষ আর হয়না। তিনি এমপি হলে কাশিয়ানী মুকসুদপুরের মানুষের কষ্টের কথা সংসদে পৌঁছাবে এবং এলাকার উন্নয়ন হবে।
সদ্য ভোটার হওয়া নজিম বলেন এবছর আমি নতুন ভোটার হয়েছি।“নতুন ভোটার হিসেবে পরিচ্ছন্ন রাজনীতির ধারক ও সবার প্রিয় সেলিমুজ্জানকে আমি আগামীর এমপি প্রার্থী হিসেবে ভরসা পাই,আর তাকে আমার জীবনের প্রথম ভোট দিব।
কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা বলেন , সেলিমুজ্জামান সেলিম শুধু আমাদের নেতা নন, আমাদের অভিভাবকও। সহজ-সরল জীবনযাপন ও অমায়িক ব্যবহারের কারণে শুধু দলের নেতা কর্মী নয় এলাকার সাধারণ মানুষের নিকট সমান জনপ্রিয়তা অর্জন করেছেন।
কাশিয়ানী – মুকসুদপুর উপজেলার মানুষের প্রত্যাশা, সেলিমুজ্জামান সেলিম এমপি নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বাস্তবমুখী উন্নয়ন আরও গতিশীল হবে।
|
