|
শাহরাস্তি বাস একসিডেন্টে ঝরলো আরো দুটি প্রাণ আহত ৩০
এস এম আনিছুর রহমান চাঁদপুর জেলা প্রতিনিধি
|
|
সময় নিউজ বিডিঃ চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তি উপজেলার শিবপুর বাংলা বাজার মৌতাবাড়ী ব্রীজ সংলগ্নে বোগদাদ পরিবহনের একটি বাস উল্টে খালে পড়ে। এতে একই পরিবারের দুই বৃদ্ধ নিহত হয়। ফায়ার সার্ভিস, পুলিশ ও জনপ্রতিনিধিসহ স্থানীয় এলাকাবাসীর প্রচেষ্টায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
নিহতরা হলেন শাহরাস্তি উপজেলার নাওড়া গ্রামের বৌদ্ধের বাড়ীর চিকিৎসক সুমনের মা বিবা রানী দাস (৬১) ও তার ছোট ভাইয়ের শাশুড়ি গীতা রাণী (৬৫)। আহতদের মধ্যে হাজীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন, শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জনসহ বাকীদের স্থানীয় প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হয়।
শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নান বলেন, বাসটি একাধিকবার ফায়ার সার্ভিসের দমকল বাহিনী পর্যবেক্ষণ করেন। বাসের ভিতর থেকে একজনকে বের করা হয়। মোট দুইজন নিহত হয়েছে। কুমিল্লা থেকে বড় কেরেন আসার পর বাসটি উদ্ধার কাজ সম্পন্ন হয়। এই দুর্ঘটনায় শাহরাস্তি ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করে।
ঘটনাস্থলে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, পৌর মেয়র হাজী মো. আবদুল লতিফ, ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, জহিরুল আলম মানিক, পরিবহনের শ্রমিক নেতা আবুল হোসেন মজুমদার উপস্থিত হয়ে উদ্ধার কাজ করেন।
|
