|
এমপি মেহের আফরোজ চুমকির নির্দেশনায় পূবাইলে ইফতার ও রানা করা খবার বিতরণ
|
|
সময় নিউজ বিডিঃ সাবেক নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক গাজীপুর-৫ আসনের এমপি মেহের আফরোজ চুমকির নির্দেশনায় পূবাইলে ইফতার ও রানা করা খবার বিতরণ করেছে দলটির নেতাকর্মীরা।
গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানার ৪০ নং ওয়ার্ডের জয়নগর সাপুড়ে পল্লীতে রোববার বিকালে এই খাবার বিতরণ করা হয়েছে। পূবাইল থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মামুনুর রশীদ ভূঁইয়ার উদ্যোগে পূবাইলের বিভিন্ন এলাকার দু;স্থদের সহায়তায় মাসব্যাপী কর্মসূচির আওতায় এসব ইফতার ও রান্না করা খাবার বিতরণ করা হয়।
এই কর্মসূচির ধারাবাহিকতায় আজ সোমবার বিকালে ৩৯ নং ওয়ার্ডের হায়দরাবাদ এলাকায় ইফতার বিতরণ করা হবে। জানা যায়, ইফতার বিতরণ কর্মসূচির আওতায় সাপুড়ে পল্লীতে এদিন প্রায় তিন শতাধিক রোজাদার নারী – পূরুষের মধ্যে ইফতার ও রান্না করা খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ৪০ নং ওয়ার্ডের কাউন্সিলর আজিজুর রহমান শিরিষ,মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক সদস্য রাজীবুল হাসান রাজিব, ৪০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব সোলাইমান মোল্লা,যুগ্ম আহবায়ক নাসির কাজী ,যুবলীগ নেতা মশিউর রহমান খান,রাজু খান,শামিম হোসেন প্রমুখ। |
