|
বিএনপির ঢাকাসহ ১১ মহানগর কমিটি ভেঙে দেওয়া হচ্ছে!!
তানভীর আহমেদ, ঢাকা।
|
|
নতুন করে ঢেলে সাজাবার অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ বিএনপির ১১ মহানগর কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলের সর্বোচ্চ নীতিনির্ধারক। সপ্তাহ দুয়েকের মধ্যে পর্যায়ক্রমে সব মহানগরে নতুন কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন দলের নীতিনির্ধারকরা, সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কমিটি পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। ইউনিয়ন, পৌর ও উপজেলা পর্যায়ের কমিটি গঠনে প্রত্যেক সংগঠনের বিভাগীয় কমিটি গঠন করে দেওয়া হয়েছে। সে অনুযায়ী কমিটি গঠনের কাজ চলছে। এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ সারাদেশের মহানগর কমিটি এবং এর অধীন উপজেলা ও ওয়ার্ড কমিটি পুনঃর্গঠনের সিদ্ধান্ত হয়েছে।সম্প্রতি লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে চট্টগ্রাম ও বরিশাল বিভাগীয় নেতাদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সিদ্ধান্তের কথা জানান। জানা যায়, সব মহানগর কমিটি ভেঙে দিচ্ছেন তারেক রহমান। সিদ্ধান্ত চূড়ান্ত। এখন শুধু নতুন করে কমিটি গঠনের পালা। |
