|
কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ কর্তৃক মনোনীত চেয়ারম্যান পদে নৌকা মার্কায় ভোট চাইলেন মশিউর রহমান খান।
আশরাফুজ্জামান, গোপালগঞ্জ প্রতিনিধি।
|
|
সময় নিউজ বিডিঃ কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে নৌকা মার্কায় ভোট চাইলেন কাশিয়ানি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মশিউর রহমান খান।
সারাদেশ ব্যাপী দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ প্রতিক বরাদ্দ দেওয়া হয়।এরই অংশ হিসেবে আসন্ন কাশিয়ানী উপজেলার ৫ নং সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মশিউর রহমান খান আজ সকাল ১১ টার সময় কাশিয়ানী বাজারের সাধারণ ব্যাবসায়ীদের সাথে নির্বাচন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন এবং কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে নৌকা মার্কায় ভোট চান। এ সময় তিনি বলেন কাশিয়ানী বাসী নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করলে কাশিয়ানী ইউনিয়নের অসমাপ্ত উন্নয়ন সমাপ্ত করবো এবং মাদক,বাল্য বিবাহ, ইভটিজিং ও সামাজিক অবক্ষয় রোধে এবং সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন এ নিজেকে নিয়োজিত রাখবো বলে নিজের
|
