|
পিরোজপুরে যুবদলের কর্মী সভায় ছাত্রলীগের দফায় দফায় হামলা আহত অর্ধশত।
|
|
সময় নিউজ বিডিঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় যুবদলের কর্মী সভায় ছাত্রলীগের নেতা-কর্মীদের দু’দফা হামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলালসহ অর্ধশত নেতা-কর্মী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২২ডিসেম্বর) দুপুরে। এ সময় হামলাকারীরা দু’দফা উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদকের বাসভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এ দিকে বিএনপি কর্তৃক বঙ্গবন্ধুর মুর্যাল ও ভাস্কর্য ভাংচুর করার অভিযোগ করে বিকালে মঠবাড়িয়া উপজেলা আ’লীগ এক সংবাদ সম্মেলন করেন দলের নেতারা। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক জানান, মঙ্গলবার সকালে শহরের উপজেলা পরিষদ সড়কের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলালের বাসভবন সংলগ্ন মাঠে যুবদলের কর্মী সভা চলছিল। বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ ফটকে সামনে যুবদলের কয়েক জন কর্মী দাঁড়িয়ে থাকলে ছাত্রলীগের নেতা-কর্মীদের এসে তাঁদের ওপর হামলা করেন। এরপর ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের হামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল, জেলা বিএনপির বিশেষ সম্পাদক কে এম হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ফরাজী, উপজেলা যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ, রুহুল আমিন দুলালের ছেলে খালিদ সাইফুল্লাহ আমিনসহ যুবদলের অন্তত অর্ধশত নেতা-কর্মী আহত হন। দুপুর সোয়া একটার দিকে উপজেলা আ’লীগের নেতা-কর্মীরা সহ ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলালের বাস ভবনের সামনে অবস্থান নিয়ে শ্লোগান দিতে থাকে। পরে ছাত্রলীগের কিছু কর্মীরা উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক রুহুল আমীন দুলালের বাসভনে হামলা করে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিতীয় দফা হামলার আগে আ’লীগের নেতা-কর্মীরা উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক রুহুল আমীন দুলালের বাসভবনের সামনে ঝড়ো হয়ে মিছিল দেন। পরে পুলিশরে সামনেই দেশীয় অস্ত্র লোহার রড়, দা, চাইনিজ কুড়াল ও লাঠি নিয়ে বিএনপি নেতা দুলালের বাসায় হামলা করে। এ ব্যাপারে মঠবাড়িয়া থানা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) আ.জ. মো. মাসুদুজ্জামান জানান, এ ব্যাপারে কোন পক্ষ থেকে কোন মামলা দায়ের করেন নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। |
