|
ভোটের মাঠে সেনা নামবে ২৯ ডিসেম্বর, থাকবে ১৩ দিন
মো: ফয়জুল আলম সুজন
|
|
নিউজ ডেস্কঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তায় মাঠে নামছে সেনাবাহিনী। আগামী ২৯ ডিসেম্বর থেকে শুরু করে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিন মাঠে থাকবে সেনাসদস্যরা। তবে সেজন্য রাষ্ট্রপতির অনুমোদন নিতে হবে ইসিকে। ইসির সঙ্গে বৈঠকের পর সোমবার (১১ ডিসেম্বর) রাতে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান এ কথা জানিয়েছেন। আগামী ৭ জানুয়ারি দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারও নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন নিয়ে আলোচনা চলছে আগে থেকেই। নির্বাচন কমিশন থেকেও কেউ কেউ সেনা মোতায়েনের কথা বলে আসছিলেন। এ নিয়ে সোমবার সন্ধ্যায় আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার ও নির্বাচন কমিশনাররা বৈঠকে বসেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে বৈঠকে নির্বাচনে সেনা মোতায়েনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিনের জন্য সেনা মোতায়েন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তিনি জানান, ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনেও সারাদেশে ৩৫ হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন ছিল। এবারও প্রয়োজনে সেভাবেই সশস্ত্র বাহিনী মোতায়েন হবে।
তিনি বলেন, নির্বাচন কমিশন চাচ্ছে সেনা মোতায়েন হোক। কীভাবে মোতায়েন করা যায়, সেটি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তারা মাননীয় রাষ্ট্রপতির কাছে রিকমেন্ডেশন করবেন। রাষ্ট্রপতির অনুমোদন মিললেই সেনা মোতায়েন হবে। ওয়াকার-উজ-জামান আরও বলেন, ইসি চাচ্ছে দেশে একটি সুন্দর, সুষ্ঠু ও অবাধ নির্বাচন হোক। তারা যেভাবে সহায়তা চাইবে, আমরা সেভাবেই সহায়তা দিতে প্রস্তুত। ইসি সূত্র জানিয়েছে, এবার নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৭ লাখ সদস্য মাঠে থাকবেন। তাদের মধ্যে আনসার ৫ লাখ ১৬ হাজার, পুলিশ ও র্যাব থেকে ১ লাখ ৮২ হাজার, কোস্টগার্ড থেকে ২ হাজার ৩৫০ এবং বিজিবি থেকে ৪৬ হাজার ৮৭৬ সদস্য মোতায়েন করা হবে। |
