|
করোনার নতুন ধরন ছড়াচ্ছে দেশে
মোঃ হাসেম, স্টাফ রিপোর্টার, বরিশাল সদর।
|
|
নিউজ ডেস্কঃ বাংলাদেশেও সংক্রমণ ছড়িয়েছে করোনা ভাইরাসের অতি সংক্রামক ধরন অমিক্রনের উপধরন জেএন.১। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে, দেশে এ পর্যন্ত ৫ ব্যক্তির শরীরে জেএন.১ ধরা পড়েছে। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে আইইডিসিআর। আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন বলেন, ৫টি নমুনা পরীক্ষায় অমিক্রনের জেএন.১ উপধরন শনাক্ত হয়েছে। রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে এসব করোনা রোগী শনাক্ত হয়েছেন। অধ্যাপক তাহমিনা শিরীন আরও বলেন, শনাক্তদের কেউ বিদেশ থেকে আসেননি, দেশে থেকেই আক্রান্ত হয়েছেন তারা। তবে এ নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই। তিনি বলেন, নতুন ধরনটির উপসর্গ সাধারণ সর্দি-কাশি, জ্বরের মতোই। তবে বয়স্ক এবং যারা জটিল বা দীর্ঘমেয়াদি রোগে (কোমর্বিডিটি) আক্রান্ত, তাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত ডিসেম্বরেই করোনার অমিক্রণের নতুন উপধরন জেএন.১ বিষয়ে সতর্ক করেছে বিশ্ববাসীকে। সংস্থাটি তখন বলেছে, উপধরনটির অতি দ্রুত সংক্রমণ ঘটানোর প্রবণতা রয়েছে। দ্রুত ছড়ানোর প্রবণতার কারণে ধরনটিকে ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’নামে অভিহিত করেছে ডব্লিউএইচও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রতিবেশি দেশ ভারতে অমিক্রনের উপধরনটির সংক্রমণ ধরা পড়েছে মাস দুয়েকের বেশি আগে। এছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন ও জার্মানিতে সংক্রমণটি ধরা পড়েছে। অবশেষে বাংলাদেশেও শনাক্ত হলো করোনার এই ধরনটি। যদিও ধরনটির লক্ষণে তীব্রতা কিছুটা কম। ডব্লিউএইচও বলেছে, করোনার নতুন ধরনটির সংক্রমণজনিত স্বাস্থ্যঝুঁকি কিছুটা কম এবং বিদ্যমান টিকাই এ ধরনটি থেকে মানুষকে সুরক্ষা দিতে পারবে। দেশের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, চলতি শীত মওসুমে করোনা পরিস্থিতির ওপর নজর রাখছেন তারা। এরইমধ্যে প্রায় আড়াই কোটি ডোজ করোনা টিকা সংগ্রহ নিশ্চিত করেছে সরকার। নতুন বছরে চতুর্থ ডোজ হিসেবে এসব টিকা দেওয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, চলতি শীতকালে বিশ্বজুড়েই কোভিডসহ অন্যান্য ভাইরাস- ব্যাকটেরিয়াজনিত সংক্রামক রোগের প্রকোপ বাড়তে পারে। করোনায় গত ডিসেম্বরে এক মাসেই বিশ্বজুড়ে ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে ডব্লিউএইচও। |
