|
সড়ক দুর্ঘটনা: ৪ ছাত্রলীগ কর্মীর মর্মান্তিক মৃত্যু
মো: ফয়জুল আলম
|
|
নিউজ ডেস্কঃ সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট-জাফলং মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। শুক্রবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে ট্রাকের ধাক্কায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত চারজনই জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের কর্মী। নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের পানিহারাহাটি গ্রামের আরজু মিয়ার ছেলে মেহেদী হোসেন তমাল (২৪), তোয়াসীহাটি গ্রামের রনদ্বীপ পালের ছেলে নেহাল পাল (২৬), জাঙ্গালহাটি গ্রামের হারুন মিয়ার ছেলে সুমন আহমদ (২৫) এবং লামাপাড়া গ্রামের জহুরুল মিয়ার ছেলে জুবায়ের আহসান (২৬)। নিহত চারজনই উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী। জৈন্তাপুর থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলাবাজার ব্রিজের পাশে সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাস্থলটি হাইওয়ে পুলিশের আওতাধীন হওয়ায় তারা এ বিষয়টি দেখভাল করছেন। সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, জৈন্তাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় উপজেলা ছাত্রলীগের চার কর্মী নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও উসমানপুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়ালি উল্লাহ বদরুল জানান, রাত সাড়ে ১১টার দিকে জৈন্তাপুর থেকে একটি প্রাইভেটকার নিয়ে জাফলংয়ের উদ্দেশে রওনা হন ওই চার ছাত্রলীগ কর্মী। চার নম্বর বাংলাবাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি ব্রিজের নিচে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি দজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়। পরে রাতেই মরদেহগুলো হাসপাতাল থেকে তাদের নিজ বাড়িতে নেওয়া হয়েছে। এদিকে ছাত্রলীগ কর্মীদের এই মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গভীর রাতেই সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং জেলা ও মহানগর ছাত্রলীগের শতশত নেতাকর্মী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। এ সময় গোটা হাসপাতাল এলাকায় হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। |
