|
লক্ষ্মীপুরে পুনঃ সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এডঃ নুর উদ্দিন চৌধুরীকে গণ সংবর্ধনা
এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
|
|
নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর ০২ (সদর একাংশ ও রায়পুর) থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপিকে সংবর্ধনা দেওয়া হয়। শনিবার বিকেলে বালিকা বিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দ্বিতীয় মেয়াদে নির্বাচিত সাংসদ এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে সালাহ্ উদ্দিন টিপু, লক্ষ্মীপুর জজ কোর্টের পিপি এড জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা আবদুল মতলব, আহসানুল কবির রিপন, লক্ষ্মীপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মেদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক এড জহির উদ্দিন বাবর, লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট নুরুল হুদা পাটোয়ারী প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে এড নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি বলেন, আমাকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য জনগণকে ধন্যবাদ। আমি এই ঋণ আগামী পাঁচ বছর আপনাদের সেবা করার মাধ্যমে শোধ করবো। সভা সঞ্চালনা করেন সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ। |
