|
গুলিস্তানে বাসে চাপা পড়ে এক ব্যক্তি নিহত
মো: ফয়জুল আলম
|
|
নিউজ ডেস্কঃ রাজধানীর গুলিস্তানে আজ সন্ধ্যায় একটি দ্রুতগামী বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নিহত ইউনুস সিকদার (৪৯) মাদারীপুরের কাপড় ব্যবসায়ী। বিকেল ৫টার দিকে রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়ায় বিআরটিসি বাসস্ট্যান্ডের সামনে ভিক্টর ক্লাসিক একটি গাড়ি তাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। বাচ্চু মিয়া, ইউনুসকে পুলিশ হাসপাতালে নিয়ে আসলে সন্ধ্যা ৬টার দিকে ঢামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ তার ফোন খুঁজে পেয়েছে এবং তার ভাইকে ফোন করেছে যিনি তার পরিচয় নিশ্চিত করেছেন। তার ভাই কিতাবুল সিকদার জানান, ইউনুস ঢাকায় এসে তার ব্যবসার জন্য কাপড় কিনতে মাদারীপুরে বাড়ি ফিরেছিল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য তিনি। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, চালককে আটক করা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে। |
