|
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা
মো: ফয়জুল আলম
|
|
নিউজ ডেস্কঃ বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য 16 জনকে সম্মানিত করে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-2023 এর প্রাপকদের ঘোষণা করা হয়েছে। বাংলা একাডেমি বুধবার বিজয়ীদের নাম ঘোষণা করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অমর একুশে গ্রন্থমেলা-২০২৪ উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেবেন বলে আশা করা হচ্ছে। শামীম আজাদ কবিতায় তার কৃতিত্বের জন্য পুরস্কার পেয়েছেন। যৌথভাবে শ্রেষ্ঠ কথাসাহিত্যিকের পুরস্কার পেয়েছেন ঔপন্যাসিক নুরুদ্দিন জাহাঙ্গীর ও সালমা বাণী। নাট্যকার মৃত্তিকা চাকমা এবং মাসুদ পথিককে ক্ষেত্রে তাদের অসামান্য কাজের জন্য স্বীকৃতি দেওয়া হয়। তপঙ্কর চক্রবর্তী শিশু সাহিত্য বিভাগে স্বীকৃতি পেয়েছেন, এবং পক্ষীবিদ ইনাম আল হক পরিবেশ/বিজ্ঞান ক্ষেত্রে অবদানের জন্য সম্মানিত হয়েছেন। তপন বাগচী লোককাহিনীতে তার উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কারে ভূষিত হন। আফরোজা পারভিন এবং আসাদুজ্জামান আসাদ মুক্তিযুদ্ধ নিয়ে লেখালেখির জন্য এবং সাইফুল্লাহ মাহমুদ দুলাল এবং মোঃ মজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তাদের কাজের জন্য পুরস্কার পেয়েছেন। ইসহাক খান জীবনী বিভাগে স্বীকৃতি পেয়েছেন। |
