|
দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু
মো: ফয়জুল আলম
|
|
নিউজ ডেস্কঃ অধিবেশনে বক্তব্য রাখবেন সভাপতি শাহাবুদ্দিন। সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর মঙ্গলবার থেকে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশন। বেলা ৩টায় রাজধানীর জাতীয় সংসদ ভবনে এ কার্যক্রম শুরু হয়। প্রাথমিক অধিবেশনে সভাপতিত্ব করবেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। এ অধিবেশনের আলোচ্যসূচির মধ্যে রয়েছে দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এরই মধ্যে স্পীকার পদে ডাঃ শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পীকার পদে শামসুল হক টুকুকে মনোনয়ন দিয়েছে। জাতীয় সংসদ অধিবেশনের রীতিনীতি মেনে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নতুন মেয়াদের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে। এটি 12 তম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সূচনাকে চিহ্নিত করে এবং এটি 2024 সালের উদ্বোধনী অধিবেশন হিসাবেও কাজ করে। একাদশ জাতীয় সংসদের মতোই জাতীয় পার্টি (জাপা) ১১ সদস্য নিয়ে বিরোধী দলের ভূমিকায় রয়েছে। ক্ষমতাসীন দল 223টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা জিতেছে এবং ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল এবং বাংলাদেশ কল্যাণ পার্টি একটি করে আসন পেয়েছে। উল্লেখযোগ্যভাবে, এবার স্বতন্ত্র সংসদ সদস্যদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে – মোট ৬২ জন, তবে তাদের মধ্যে ৫৯ জন আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত এবং বিরোধী ভূমিকা পালন করবেন। 29 জানুয়ারী 11 তম সংসদ তার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করে। তুলনামূলকভাবে কম সংখ্যক কার্যদিবস থাকা সত্ত্বেও, মোট 272টি, এই সংসদ রেকর্ড-সেটিং 25টি অধিবেশন প্রত্যক্ষ করেছে। বিরোধী জাপার সক্রিয় অংশগ্রহণ কোনো সংসদ বয়কট প্রতিরোধ করে। |
