আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) আবুল কালাম।
তিনি বলেন, রাত সাড়ে ৮টায় মানিকগঞ্জ সদর উপজেলার থেকে খোকন ভূইয়া (৫২) ও সুবোধ কুমার দে (৫৩) কে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তাদের বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর গ্রামে।
এর আগে, বিকেলে সদর উপজেলার কামারদিয়া গ্রাম থেকে উজ্জল মিয়া (৩৭), রনি চন্দ্র সরকার গনেশ (৩৭) ও তরিকুল ইসলাম (৩৪) কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৭২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এর ঘণ্টাখানেক আগে একই গ্রামের শহীদুল ইসলাম (৪৫) নামে এক মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন। গতকাল মাদকসহ গ্রেপ্তারের ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় পৃথক ৩টি মামলা হয়েছে। গতকাল মোট ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।