|
কাশিয়ানীতে আই,এফ,আই,সি জয়নগর উপশাখার উদ্বোধন।
মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জ।
|
|
গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ আধুনিক সেবার প্রত্যয় নিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী জয়নগর বাজারে বে-সরকারি আই,এফ,সি ব্যাংক জয়নগর উপ শাখার শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার ব্যবসায়ী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণীর মানুষ অতিথিহিসেবে উপস্থিত ছিলেন।
আজ, বুধবার (৩১ জানুয়ারি) সকাল ১১ টার সময় কাশিয়ানী উপজেলার জয়নগর বাজারের সাধারণ সম্পাদক জলিল খানের ছেলে বদিউজ্জামান বাদশার ভাই নবনির্মিত দ্বিতল ভবনে আই এফ আই সি ব্যাংক জয়নগর উপ শাখার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জয়নগর ইয়ার আলী খান ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রণব কুমার রায়ের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন এরিয়া ম্যানেজার মোঃ বেলাল হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক জয়নগর শাখার শাখা ব্যবস্থাপক খায়রুল হাসান, পূবালী ব্যাংক জয়নগর শাখার পাখা ম্যানেজার সোহেল আহমেদ, জয়নগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবীণ মুরুব্বী শাহজাহান মিয়া সাইজা, জয়নগর বালিকা উচ্চ বিদ্যালয়েরপ্রধান শিক্ষক সালাউদ্দিন আহমেদ, জয়নগর মডেল প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মামুনুর রশিদ, এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও ভবনের মালিক বদিউজ্জামান বাদশাহ, অত্র শাখার শাখ ব্যবস্থাপক শামিমা, অত্র এলাকার শাহী সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গে উপস্থিত ছিলেন।
|
