|
বিদ্যুতের ট্রান্সফরমার চোর গ্রেফতার
মোঃ ফয়জুল আলম
|
|
নিউজ ডেস্কঃ দীর্ঘ তিন-চার বছর ধরে কুমিল্লাসহ পাঁচ জেলায় ট্রান্সফরমার চুরি করে আসছিল তারা। নিজেদের কাজে তারা এতটাই দক্ষ যে, মাত্র ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে একটি পিলার থেকে ট্রান্সফরমার গায়েব করে ফেলতে পারত। সম্প্রতি পুলিশ এই চক্রের পাঁচজন সদস্যকে গ্রেপ্তার করেছে। রোববার (৪ ফেব্রুয়ারি) কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান এক সাংবাদিক সম্মেলনে জানান, এই চক্রটি ২০ থেকে ২৫ মিনিটের মধ্যেই ট্রান্সফরমার চুরি করতে সক্ষম। কুমিল্লাসহ আশপাশের পাঁচ জেলায় তারা এই চুরি করত। পরে ট্রান্সফরমারগুলো ঢাকায় নিয়ে বিক্রি করত। গত ২৪ জানুয়ারি বুড়িচং থানাধীন কালাকচুয়া এলাকার হাইওয়ে পুলিশ সুপার সিসি ক্যামেরার মিটারের জন্য স্থাপিত পোল হতে একটি ১০ কেভি ট্রান্সফরমার চুরি হয়। এ ঘটনায় মামলা দয়েরের পর কুমিল্লা আন্তঃজেলা ট্রান্সফরমার চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৬ কেজি তামার তার, ৫০ কেজি বিভিন্ন সাইজের স্টিলের পাত, ৪৪ কেজি তামার কয়েল, সাড়ে ১৪ কেজি লোহার তার এবং লোহার তৈরি তিনটি কয়েলের ঢাকনা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মনির হোসেন (৩২), মো.সোহেল (৩০),কামরুল হাসান (৩২), মাঈন উদ্দিন (২৮) ও রুবেল আহমেদ ওরফে মিন্টু (২৯)। স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের জন্য তাদের আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, জেলার চান্দিনা, বুড়িচং, দাউদকান্দি, দেবিদ্বার, সদর দক্ষিণ উপজেলায় তারা ট্রান্সফরমার চুরি করেছে। কুমিল্লার বাইরে চাদঁপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী ও ফেনী জেলায় ট্রান্সফরমার চুরি করেছে। তারা আরও জানায়, দিনের বেলা তারা চুরির টার্গেট ঠিক করে এবং রাতে গিয়ে ট্রান্সফরমারের ঢাকনা খুলে তামার তার নিয়ে চলে আসে। এ কাজে তাদের মাত্র ২০ থেতে ২৫ মিনিট সময় লাগে। গত তিন থেকে চার বছরে এভাবে তারা অন্তত ৩০০ ট্রান্সফরমার চুরি করে ঢাকায় বিক্রি করেছে। তাদের বিরুদ্ধে ডাকাতি ও মাদকের একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। |
