|
লক্ষ্মীপুরে বাংলা ভাষা ইশারা দিবস উদযাপন
মোঃ ফয়জুল আলম
|
|
নিউজ ডেস্কঃ বাংলা ইশারা ভাষার প্রসার করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এমন প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে বাংলা ভাষা ইশারা দিবস লক্ষ্মীপুরে উদযাপন করা হয়েছে। বুধবার দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সকালে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক সুরাইয়া জাহান। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার। সমাজ সেবা অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আবদুর রহমান ও শহর সমাজ সেবা কর্মকর্তা টিটু চন্দ্রধর ও সমাজ কর্মী মনোয়ার হোসেন। এসময় বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দ, সমাজ সেবাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। |
