|
নওগাঁ-২ আসনে চলছে ভোটগ্রহণ
মোঃ ফয়জুল আলম
|
|
নিউজ ডেস্কঃ দ্বাদশ সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে ভোট হচ্ছে আজ। সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ হবে। আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী। আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী বিদায়ী এমপি শহিদুজ্জামান সরকার, জাতীয় পার্টির (লাঙ্গল) প্রার্থী তোফাজ্জল হোসেন, স্বতন্ত্র প্রার্থী মেহেদী মাহমুদ রেজা (ঈগল প্রতীক)ও এইচ এম আখতারুল আলম (ট্রাক প্রতীক)। ৭ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনের আগে গত ২৯ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে এই আসনের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তীতে পুনঃতফসিল ঘোষণা করা হয়। পত্নীতলা ও ধামইরহাট উপজেলা নিয়ে এ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৩ হাজার ১৩২ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৭ হাজার ৫৭২ জন, নারী ভোটার ১ লাখ ৭৮ হাজার ৫৫৯ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার একজন। নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান জানান, আসনের মোট ১২৪ কেন্দ্রের ৭০৬টি বুথে ভোট গ্রহণ চলছে। ভোট কেন্দ্রগুলোতে ১২৪ জন প্রিজাইডিং অফিসার ও ৭০৬ জন সহকারী প্রিজাইডিং অফিসারসহ মোট ১ হাজার ৪১২ জন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ নেওয়ার জন্য ইতিমধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি আরও জানান, নির্বাচনে বিপুলসংখ্যক র্যাব, বিজিবি, পুলিশ ও আনসার সমন্বয়ে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ কয়েকটি কেন্দ্রে স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত রয়েছে। পাশাপাশি বেশ কয়েকজন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভোটের মাঠে মোতায়েন করা হয়েছে। |
