|
কাশিয়ানীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান (এমপি)র মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জ।
|
|
গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃবাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান (এমপি) তাঁর নির্বাচনী এলাকা গোপালগঞ্জ -১ আসনের অধীনে কাশিয়ানী উপজেলার ৭ ইউনিয়নের দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন।
আজ ১৭/০২/২০২৪ইং শনিবার সকাল ১১ টার সময় মহেশ পুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান (এমপি)। তিনি তার বক্তব্য বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা করে তুলতে দলমত, জাতি বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করছি। যারা গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছেন তারা আমার ভাই। আমার কর্মী ভুল করতে পারে আমি ভুল করতে পারি কিন্তু জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাতো কোন অন্যায় করেনি । তাহলে আপনারা কেন স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিবেন। সকল ভেদাভেদ ভুলে আমরা যাতে আগামীতে এই আসন থেকে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করতে পারি সেই লক্ষ্যে কাজ করতে হবে। আমি যাতে আমার লক্ষ্য অর্জন করতে পারি সে লক্ষ্যে আপনারা আমার পাশে থাকবেন।
মহেশ পুর , ইউনিয়ন আ, লীগের সভাপতি মোঃ মোশাররফ হোসেন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান লুথুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আ, লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও সু’চিন্তা ফাউন্ডেশনের যুগ্ন আহবায়ক কানতারা খান, কাশিয়ানী উপজেলা আ, লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন,ও সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি শামসুন্নাহার মিনা, যুগ্ন সাধারন সম্পাদক ও মহেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান লুথু,অর্থ সম্পাদক কায়ুম শেখ , মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের , যুগ্ন সাধারন সম্পাদক কামরুজ্জামান খান কামা, দপ্তর সম্পাদক ঠাকুর, ছাত্রলীগের সাবেক সভাপতি লিখন শিকদার,সহ মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
|
