|
কাশিয়ানীতে মায়ের সাথে অভিমান করে অনার্স পড়ুয়া শিক্ষার্থীর আত্মহত্যা।
মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জ।
|
|
গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে সুরাইয়া খানম (১৯) নামে এক অনার্স পড়ুয়া শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ ২৯/০২/২০২৪ইং বৃহস্পতিবার সকাল ৮টার সময় ফরিদপুর রাজেন্দ্র কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী তার নিজ বসত ঘরের আড়ার সাথে নিজের পরিহিত গলার ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। নিহত সুরাইয়া খানম উপজেলার মহেশপুর ইউনিয়নের জোনাসুর নাওরাপাড়া গ্রামের ইউনুস শেখের মেয়ে। নিহতের পিতা ইউনুস জানান গত ২৭-২ ২০২৪ইং তারিখে আমার মেয়ে সুরাইয়া খানম ৩০ থেকে ৩৫টি ট্যাবলেট খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদরে হাসপাতালে প্রেরণ করে। চিকিৎসায় সে সুস্থ হয়ে উঠলে ডাক্তার তাকে ছাড়পত্র দিলে একই দিনে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। আজ সকালে আমার স্ত্রী সাহিদা বেগম সংসারের ছোটখাটো বিষায়াদী নিয়ে রাগারাগি করলে সে আমাদের অগোচরে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান। ঘটনার খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও সুরত হাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। |
