|
চার টুকরো বিশ্ব বিদ্যালয় শিক্ষার্থী
আব্দুল কাদের, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।
|
|
স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ এবার প্রেমের বলি হলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় তৃতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী ওমর ফারুক সৌরভ (২৪)। চাচাতো বোনকে ভালোবেসে দুর্বৃত্তদের প্রতিহিংসার শিকার হলেন তিনি। রোববার (০২ জুন) ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার মনতলা ব্রিজের নিচে সুতিয়া নদীতে পাওয়া গেল লাগেজে ভর্তি তার খণ্ডিত মরদেহ। পুলিশ জানায়, রোববার সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার মনতলা সেতুর নিচে সুতিয়া নদীতে একটি কালো রঙের ট্রলি (লাগেজ) দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদীর পানিতে কচুরিপানার মধ্য থেকে লাগেজটি ডাঙ্গায় তুলে আনে। লাগেজ খুলতেই দেখা যায়- এক ব্যক্তির দুই পা ও মাথা দেহ থেকে বিচ্ছিন্ন চার খণ্ডের মরদেহ। সঙ্গে পাওয়া গেল দুটি বালিশ, কাঁথা ও একটি পর্দা। |
