|
লক্ষ্মীপুরের রায়পুরে পুকুরের পানিতে ডুবে দুই জমজ বোনের মৃত্যু
এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
|
|
সিনিয়র রিপোর্টার।। মা ব্যাস্ত ছিলেন রান্নার কাজে। বাবা থাকেন প্রবাসে। এরই ফাঁকে বসতঘরের পাশে পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের হিরা ও মুক্তা নামে দুই জমজ বোনের করুন মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) ১১টার দিকে লক্ষ্মীপুরের রায়পুরে দেবীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। হিরা ও মুক্তা উপজেলার রায়পুর ইউনিয়নের দেবীপুর গ্রামের প্রবাসী আনোয়ার হোসেন পুটনের মেয়ে। জমজ দুই বোনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসী দম্পত্তির আর কোন সন্তান নেই।। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইয়াছিন ব্যাপারি আমিন বলেন, পুকুরের পাশে খেলতে গিয়ে পরিবারের সদস্যদের অগোচরে দুই জমজ শিশু পুকুরের পানিতে পড়ে যায়। এরপর জমজ কন্যাদের মা ও পরিবারের লোকজন আশপাশে শিশুদের দেখতে না পেয়ে বাড়ির চারপাশে খোঁজাখুঁজি করতে থাকেন। এসময় বাড়ির পাশে পুকুরে দুই শিশুকে ভাসতে দেখে তাৎক্ষণিক উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। শিশুদের করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রায়পুর ইউপি পরিষদ চেয়ারম্যান সফিউল আজম চৌধুরী সুমন বলেন, আমার এলাকার প্রবাসাীর কমলমতি শিশুদের মৃত্যুর ঘটনায় আমিও মর্মাহত। পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। |
