|
ডিফেং ইকোনমিক জোন চীনা কোম্পানির কাছে কোটি টাকা ক্ষতিপূরণ দাবী তিতাস গ্যাস
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ।
|
|
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ। ত্রিশালে ‘ডিফেং ইকোনমিক জোন’ নামে একটি চীনা কোম্পানির স্থাপনা নির্মাণের পাইলিংকালে গত ২৪ জুন তিতাস গ্যাস সঞ্চালন লাইনের পাইপ ছিদ্র হয়ে যায়। এতে ২৪ ঘণ্টায় উরে যায় কয়েক লাখ টাকার গ্যাস। বন্ধ থাকে ময়মনসিংহ অঞ্চলের গ্যাস সরবরাহ। ওই ঘটনার ১১ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত মামলা করেনি তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তবে কোটি টাকার বেশি ক্ষতিপূরণ চেয়ে কোম্পানিকে চিঠি দিয়েছে তারা। ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের নারায়ণপুর গ্রামে গড়ে উঠছে ডিফেং ইকোনমিক জোন নামে একটি চীনা কোম্পানি। একই এলাকায় তিতাস গ্যাসের মূল সঞ্চালন লাইনের জন্য জমি অধিগ্রহণ করে কর্তৃপক্ষ। সেই জমির দুপাশে জমি কিনেছে ডিফেং ইকোনমিক জোন। কোম্পানিটি তিতাসের মূল সঞ্চালন লাইন ও জমিসহ সীমানাপ্রাচীর নির্মাণ করে বালু ভরাট করে। এতে বালুচাপা পড়ে গ্যাস সঞ্চালন লাইনের পাইপ। গত ২৪ জুন সকালে নিজেদের দখলে থাকা জমিতে স্থাপনা নির্মাণকাজ শুরু করে ডিফেং ইকোনমিক জোন। পাইলিং শুরু হয় তিতাস গ্যাস সঞ্চালন লাইনের পাইপের ওপর। এতে ছিদ্র হয়ে যায় সঞ্চালন লাইন। ওইদিন সকাল থেকেই বের হতে থাকে গ্যাস। প্রায় ২৪ ঘণ্টায় উরে যায় বিপুল পরিমাণ গ্যাস। এতে ময়মনসিংহ ও নেত্রকোনা অঞ্চলের গ্রাহকরা বিপাকে পড়েন। বন্ধ হয়ে যায় বাসাবাড়ির রান্নাবান্না। বিকল্প উপায় না থাকায় দোকান থেকে শুকনো খাবার কিংবা হোটেল থেকে খাবার কিনে খেতে হয় গ্রাহকদের। ওই সময় তিতাস গ্যাসের কর্মকর্তারা ব্যাপক ক্ষতি ও লক্ষাধিক গ্রাহক ভোগান্তির বিষয়ে ডিফেং ইকোনমিক জোন কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করে মামলার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ক্ষতিপূরণ চেয়ে কোম্পানিকে চিঠি দিলেও রহস্যজনক কারণে মামলা করেনি। |
