|
ত্রিশালে চালবাহী ট্রাক ছিনতাইকারী গ্রেফতার
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ।
|
|
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ। ময়মনসিংহের ত্রিশালে চালবাহী ট্রাক ছিনতাইয়ের অভিযোগে ছয়জন আসামিকে গ্রেপ্তার করেছে ত্রিশাল থানা পুলিশ। সেইসাথে ছিনতাই হওয়া ট্রাকটিকে উদ্ধার করে ছিনতাইয়ে ব্যবহৃত দুটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে। তবে উদ্ধার হয়নি ট্রাকে থাকা ২০টন চাল। গ্রেপ্তারকৃত আসামিরা হলো রবিউল আউয়াল, ফরিদুল ইসলাম, চুন্নু মিয়া, আজিজুল হক, কাউসার উদ্দিন ও ওমর ফারুক। তারা সকলেই নেত্রকোনা জেলার বাসিন্দা। খোঁজ নিয়ে জানা যায়, গত ৩১ মে রাতে ২০ টন চাল নিয়ে মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন চালক নাসির ও তার সহযোগী সজিব। ভোর ৪টার দিকে ত্রিশাল থানাধীন বাগান এলাকায় পৌঁছালে ট্রাকটিকে ব্যারিকেড দেয় দুটি প্রাইভেট কার। এ সময় ৩/৪ জন ব্যক্তি অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকের চালক ও সহযোগীর হাত-পা বেঁধে ফেলে। তাদের দুজনকে প্রাইভেটকারে উঠিয়ে ময়মনসিংহের দিকে এবং চালবাহী ট্রাক নিয়ে ঢাকার দিকে রওনা হয় আসামিরা। সকালের দিকে ট্রাকচালককে গাজীপুরের শ্রীপুর এবং সহযোগীকে শেরপুরের নকলা থানা এলাকা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ত্রিশাল থানায় মামলা হয়। তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, আসামিদের গ্রেপ্তারের পর নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের সুযোগ পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকে রিমান্ড আবেদন করা হয়েছিল। কিন্তু আদালত রিমান্ড নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠোনোর নির্দেশ দেন। চাল উদ্ধার করতে না পারার কারণ হিসেবে ত্রিশাল থানার ওসি কামাল হোসেন বলেন, চালবোঝাই ট্রাকটি ছিনতাইয়ের পর আসামিরা গফরগাঁও ও ঢাকায় তা বিক্রি করে দেয়। আমরা ছয়জনকে গ্রেপ্তার করতে পারলেও চাল উদ্ধার সম্ভব হয়নি। তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের মাধ্যমে এ ঘটনায় আরও দুজন দুজন পলাতক রয়েছে বলে জানতে পারি। তারা চালগুলো বিক্রি করে দিয়েছে। বাকী দুজনকে গ্রেপ্তার করা গেলে চাল বিক্রির বিষয়ে তথ্য জানা যাবে। তিনি আরও জানান, লুট হওয়া ট্রাকটি ঘটনার তিনদিন পর পরিত্যক্ত অবস্থায় গাজীপুরে পাওয়া যায়। এতে কোনো চাল ছিল না। এরপর ধারাবাহিক অভিযানে জড়িত ছয়জন ও ছিনতাইয়ে ব্যবহৃত দুটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। |
