|
ত্রিশাল উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়ীত্বভার গ্রহণ
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ
|
|
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ ময়মনসিংহের ত্রিশালে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত আনুষ্ঠানিকভাবে দায়ীত্বভার গ্রহণ করেছেন। বুধবার (৯জুলাই) সকাল ১১টায় নবনির্বাচিত চেয়ারম্যানকে বরণ ও সদ্য সাবেক চেয়ারম্যানের বিদায় উপলক্ষে বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করে ত্রিশাল উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদের সভাপতিত্বে বিদায় ও বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার সাদাত,অফিসার ইনচার্জ কামাল হোসেন,জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফজলে রাব্বি, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এএনএম শোভা মিয়া আকন্দ,নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ইব্রাহিম খলিল নয়ন, শিরিন ইসলাম চায়না প্রমুখ। বিদায়ী চেয়ারম্যান আব্দুল মতিন সরকার তার বক্তব্যে বলেন, ১৯৬৬সাল থেকে আমার জীবনে বহুবার দায়ীত্ব গ্রহণ ও অর্পণের সৌভাগ্য হয়েছে।নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের পিতা আদর্শবান মানুষ ছিলেন। তিনি যদি তার বাবার আদর্শকে ধারণ করে চলতে পারেন তবে উপজেলা পরিষদ সঠিক পথে থাকবে। নতুবা উপজেলা পরিষদ পথভ্রষ্ট হবে। উপজেলা পরিষদের সাথে সম্পৃক্ত সকলের সাথে সমন্বয় করে একটি টিম ওয়ার্ক হিসেবে কাজ করলে উপজেলা পরিষদ সফল হবে বলেও তিনি উল্লেখ করেন। নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত বলেন, ‘আমি ত্রিশালবাসীর দোয়া ও ভালোবাসায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। ত্রিশালের উন্নয়ন ও সকল ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠাই আমার লক্ষ্য। এ কাজে সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়েই কাজ করতে চাই। এসময় বীর মুক্তিযোদ্ধাগন,উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ,প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আনোয়ার সাদাত গত ২৯ মে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন এবং ত্রিশাল উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান যার পিতাও (আব্দুল খালেক) একই পদে নির্বাচিত হয়েছিলেন। এসময় বীর মুক্তিযোদ্ধাগন,উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ,প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আনোয়ার সাদাত গত ২৯ মে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন এবং ত্রিশাল উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান যার পিতাও (আব্দুল খালেক) একই পদে নির্বাচিত হয়েছিলেন |
