|
কলাপাড়ায় নেতাকর্মীদের মারধর ও বিএনপি কার্যালয় ভাংচুরের ঘটনায় সাবেক ত্রান প্রতিমন্ত্রী সহ ১৫১জনের নামে মামলা/
মোয়াজ্জেম হোসেন
|
|
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি নেতাকর্মীদের মারধর ও বিএনপি কার্যালয় ভাংচুরের ঘটনায় সাবেক ত্রান প্রতিমন্ত্রী মহিববুর রহমানকে প্রধান করে ৫১ আওয়ামীলীগ নেতার নাম উল্লেখ সহ আজ্ঞাতনামা আরও ১০০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় বর্তমান ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং পৌর মেয়রের নাম নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। গতকাল রবিবার রাতে উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক শফিকুর রহমান বিশ্বাস বাদী হয়ে কলাপাড়া থানায় এ মামলাটি দায়ের করেন।
মামলায় তিনি উল্লেখ করেন, গত বছরের ৩০ আগষ্ট রাত আটটার দিকে আসামীরা বিএনপি কার্যালয়ে প্রবেশ করে নেতাকর্মীদের মারধর, চেয়ার টেবিল ও আসবাবপত্র ভাংচুর করে। এছাড়া বোমা ও ককটেল বিস্ফোরন করে বিএনপি কার্যালয়ের টিভি ও সকল সিলিং ফ্যান লুট করে নিয়ে যাওয়া হয়। এতে ৫ লাখ ৬০ হাজার টাকার ক্ষতি হয়।
কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক জানান, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ক্ষমতাকালে কলাপাড়া পৌর শহরে অবস্থিত বিএনপি কার্যালয়ে ঢুকতে গেলে একদিকে পুলিশি বাঁধা তার সাথে আওয়ামী ছাত্র লীগ ও যুবলীগের আতংকে ছিলাম।তিনি আরও জানান, ইফতার পার্টির গরুও তারা চুরি করে নিয়ে গিয়াছিল।
কলাপাড়া থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান জানান, মামলা রুজু করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে।
|
