মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি।
।
মোল্লাহাট প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) কেন্দ্রীয় কমিটির সদস্য এড. শেখ ওয়াহিদুজ্জামান দীপু’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ আগস্ট) বিকালে মোল্লাহাট প্রেসক্লাবের সভা কক্ষে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, মোল্লাহাট সব সময় একটি সম্প্রীতি এবং শান্তিময় উপজেলা হিসাবে পরিচিত ছিল। কিন্তু বিগত ১৫ বছর মোল্লাহাটের শান্তিপ্রিয় মানুষের শান্তি নষ্ট করা হয়েছে। আমার জন্মস্থানে আমি নিরাপদে অবস্থান করতে পারিনি, আমিসহ আমার দলের নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। বর্তমানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আমাদের অক্লান্ত প্রচেষ্টায় মোল্লাহাটে শান্তি ফিরে এসেছে।মোল্লাহাটের কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। মানুষ এখন শান্তিতে বসবাস করছে। আমি চাই যে এই শান্তি বজায় থাকুক। বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে মোল্লাহাটের প্রকৃত চিত্র ফুটে উঠুক এটাই সাংবাদিকদের কাছে আমার প্রত্যাশা। মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য চৌধুরী সেলিম আহমেদ, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো: হারুন আল রশিদ, আটজুড়ী ইউনিয়নের, মোল্লাহাট উপজেলা যুব দলের আহবায়ক
মোঃ মুরাদ হোসেন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মফিজ শরীফ , মোল্লাহাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিপন মোল্লা, যুগ্ম আহ্বায়ক রাজু চৌধুরী, উপজেলা বিএনপি নেতা শেখ ইকবাল হোসেন, মোঃ মনিরুল মোল্লা, শেখ মজিবর রহমান, লিপু চৌধুরী, শরিফুজ্জামান শিমুল, সাবেক ভাইস চেয়ারম্যান সরদার মিজবাহ উদ্দিন, শেখ আলামিন, ছাত্রদলের মোঃ মামুন মোল্লাসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।
সংবাদটি পঠিত হয়েছে: ৬৪