|
কোন চক্রান্তকে বাংলাদেশে নতুন করে বাস্তবায়ন হতে দেয়া হবে না,, লক্ষ্মীপুরে বুলবুল
এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
|
|
সিনিয়র রিপোর্টার।। জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং পরাজিত শক্তির দোসররা রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। তাদের চিহ্নিত করে অবিলম্বে বিচার আওতায় আনতে হবে। কোন চক্রান্তকে নতুন করে বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। তিনি বলেন, আওয়ামী লীগ শুধু সন্ত্রাসী বাহিনী তৈরি করেছে। শুধু লক্ষ্মীপুর জেলার কাহিনি যদি লিখতে হয়, তাহলে শত শত খন্ড তৈরি হবে। প্রতিদিন একেকটা বই রচনা করা সম্ভব হবে। কোন দমন-পীড়ন জামায়াতে ইসলামীকে তার কার্যক্রম থেকে বিরত রাখতে পারে নাই। বিগত ১৬ বছরে জামায়াতে ইসলামী সেই কার্যক্রম চালিয়ে গিয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের লিল্লাহ মসজিদ প্রাঙ্গণে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুরুল ইসলাম বুলবুল। এসময় বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. মু শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, এই আন্দোলনের সবচেয়ে বড় নেয়ামক শক্তি বাংলাদেশ জামাতে ইসলামী ছাত্রশিবির। শিবিরকে নিষিদ্ধ করলে আন্দোলন থেমে যাবে। আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদেরকে সে দিন নিষিদ্ধ করে প্রকৃতপক্ষে শেখ হাসিনা ঐ আন্দোলনকে বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছেন। আর আপনি শুধু নিষিদ্ধ হন নাই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। লক্ষ্মীপুর জেলা জামায়াত ইসলামীর আমির রুহুল আমিন মাষ্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. রেজাউল করিম, লক্ষ্মীপুর জেলা জামায়াতের সাধারণ সম্পাদক নূরনবী ফারুক, যুগ্ন-সাধারণ সম্পাদক মহসিন কবির, শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান প্রমুখ। বক্তারা শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, আপনি দেশে অসংখ্যা ব্যাংক ডাকাত সৃষ্টি করেছেন, সন্ত্রাসী সৃষ্টি করেছে। এ সন্ত্রাসীরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে লক্ষ্মীপুরে ১২ জনকে হত্যা করেছেন। এ বাংলার মাটিতে তাহেরপুত্র টিপু-বিপ্লবসহ সকল সন্ত্রাসীদের বিচার করা হবে। |
