ধানখালী-চম্পাপুরবাসী হারিয়েছন গুনিজনদের গুনিজন অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ তোফায়েল আহম্মেদকে।
মোঃ মোহিবুল্লাহ মোহিব।
|
![]() নিউজ ডেস্কঃ ধানখালী-চম্পাপুরবাসী হারিয়েছন গুনিজনদের গুনিজন অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ তোফায়েল আহম্মেদকে। চালিতাবুনিয়া চম্পাপুর নিবাসী অবসরপ্রাপ্ত, ধানখালী আশ্রাব একাডেমী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ তোফায়েল আহম্মেদ শিকদার অদ্য 17-11-24 ইং তারিখে বিকাল 3 টা 20 মিঃ এর সময় নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় 90 বছর। তিনি পাঁচ ছেলে তিন মেয়ে সন্তানের একজন আদর্শ পিতা ছিলেন। তার সুযোগ্য প্রথম ছেলে মোঃ অদুদ শিকদার ধানখালী ডিগ্রী কলেজের প্রভাষক, চতুর্থ ছেলে একজন মানবিক সৎ পুলিশ অফিসার- ডি.সি (ডিবি ঢাকা) মোঃ রেজাউল করিম, ও অন্য তিন ছেলে সফল ব্যবসায়ী। তাছারা মেয়েরাও বিবাহিত সাংসারিক ও সরকারি চাকরিজীবী।তার এ মৃত্যুতে ধানখালী চম্পাপুরসহ কলাপাড়া উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। শেষ বাড়ের মতো প্রিয় শিক্ষক ও গুনিজনকে দেখতে এসেছেন দূর-দূরন্ত থেকে অসংখ্য হাজারও মানুষ, আহাজারি মাধ্যমে তারা দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন এই গুনিজন মরহুমের জন্য। এরই মধ্যে কলাপাড়াসহ শোকবার্তা দিয়েছেন- বরিশালস্ত কলাপাড়া কল্যাণ সমিতির পরিবারের পক্ষথেকে ।
এক শোকবার্তায় ” দৈনিক আমাদের সকাল” পরিবারের পক্ষথেকে জানিয়েছেন- মরহুমের রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন (আল্লাহ যেন তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করেন আমিন)। মরহুমের জানাজা আগামীকাল সকাল ৯ টা ৩০ মিনিটে ধানখালী ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। |