|
কলাপাড়ায় নানা আয়োজনে বিশ্ব শিশু দিবস পালিত।
মোয়াজ্জেম হোসেন।
|
|
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনে বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে। বুধবার বেলা এগারোটায় একতা ও উদীয়মান গ্রাম উন্নয়ন সংগঠন এবং স্টুডেন্ট ক্লাবের আয়োজনে টিয়াখালী ইউনিয়নের পূর্ব টিয়াখালী গ্রামের মুজিব কিল্লার প্রাঙ্গন থেকে র্যালীটি বের করা হয়।
পরে “প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার” প্রতিপাদ্য বিষয় নিয়ে টিয়াখালী বাজার সংলগ্ন সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ওই মুজিব কিল্লায় আলোচনা অনুষ্ঠিত হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার সরকার ও ফেইথ ইন এ্যাকশন, প্রকল্প ব্যবস্থাপক অনিক রনি দত্ত।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিল একতা ও উদীয়মান গ্রাম উন্নয়ন সংগঠনের সদস্যবৃন্দ এবং টিয়াখালী কে আই ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এছাড়াও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সকলের মাঝে বাল্য বিয়ে প্রতিরোধে লাল কার্ড বিতরণ করা হয়।
ফেইথ ইন এ্যাকশন, প্রকল্প ব্যবস্থাপক অনিক রনি দত্ত বলেন, আমরা সকলেই জানি যে, আজকের কিশোর-কিশোরী, আগামী দিনের আলোর দিশারী। আর ভবিষ্যতের এই দিশারীদের অধিকার ও সুরক্ষা প্রদানের জন্য আমাদের সচেতনতামূলক কার্যক্রম, শিশুদের প্রতি সবাইকে যত্নবান, মাদকের প্রতিরোধ ও বাল্য বিয়ে রুখে দিতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
|
