|
কাশিয়ানীতে বাসের ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত
মো: এরশাদুল ইসলাম
|
|
কাশিয়ানীতে দ্রুতগামী বাসে ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছে। আজ ০২/০১/২০২৫ ইং বৃহস্পতিবার দুপুর ১.৩০ মিনিটের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল জলিল ৯২ মাঝার দিয়া মাহিরুন্নেছা দাখিল মাদ্রাসা সাবেক মাদ্রাসা সুপার ছিলেন। তিনি বাড়ি খোলা গ্রামের বাসিন্দা।
নিহত এর আত্মীয় হাবিব ফকির জানান আজ ঢাকা খুলনা মহাসড়কের মাঝিগাতী বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় আমার বোন জামাই আঃ জলিলকে ঢাকা গামী দ্রুতগতির লিটন পরিবহনের বাস ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু বরন করেন। মাদিগাতী বাসস্ট্যান্ডের ব্যবসায়ী আঃ রহমান মোল্লা জানান নিহত আবদুল জলিল লোকাল বাস থেকে নেমে আমার নিকট থেকে টাকা ভাংতি নিয়ে নিজ বাড়ি বাঐখোলা যাওয়ার জন্য বিশ্ব রোড পার হতে গিয়ে দ্রুতগামী লিটন পরিবহন চাপা দিলে গুরুতর আহত হয়। আমরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ব্যাসপুর ২০ শয্যা হাসপাতালে প্রেরন করি। পরে জানতে পারলাম তিনি নিজ বাড়ির সামনে মৃত্যু বরন করেছেন।
কাশিয়ানী থানার ওসি শফিউদ্দিন খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
|
