|
পটুয়াখালীতে আঃলীগ নেতা জিয়ার সম্মাননা ক্রেস্ট পেলেন, আলোচনা সমালোচনার ঝড় বইছে।
মু,হেলাল আহম্মেদ(রিপন)
|
|
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী পৌর শহরের ৫ নং ওয়ার্ডের
কাউন্সিলর মোঃ আলাউদ্দিন আলাল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক “শহীদ জিয়াস্মৃতি সম্মাননা -২০২৪” প্রদান করা হয়েছে, যা জিয়া সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে দেওয়া হয়েছে।
এমন চাঞ্চল্যকর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানা যায়।
পটুয়াখালী পৌর বিএনপির ‘সাবেক নেতা শহিদুল ইসলাম ফেসবুকে পোস্ট করে প্রশ্ন তুলেছেন, কীভাবে এক আওয়ামী লীগ নেতা বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের হাত থেকে এই সম্মাননা পেলেন। তিনি কেন্দ্রীয় নেতাদের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাইছেন। একইভাবে, ছাত্রদল নেতা রাকিবুল হাসান ও এই সম্মাননা ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন সুপারিশকারীদের আহ্বান জানিয়েছেন । এবং বিচারের আওতায় আনার জন্য অনুরোধ করেছেন।
অন্যদিকে, আওয়ামী লীগ নেতারাও এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছেন।
আওয়ামী লীগ নেতা চরপাড়া নিবাসী জিএম দুলাল ও এই আলালের ক্রেস্ট সম্মাননা গ্রহণের ছবি পোস্ট করে তাকে তীব্র কটুক্তি পেশ করেছেন।
এছাড়া, পটুয়াখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুজ্জামান মনি তার প্রয়াত পিতার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে পরোক্ষভাবে এ বিষয়ে তিনি প্রতিক্রিয়া জানান।
এ নিয়ে জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি বলছেন, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি দেখেছেন, তবে বিস্তারিত তিনি জানেন না। তিনি আরও বলেন, খোঁজ খবর নিয়ে তারপর এ ব্যপারে মন্তব্য করবেন।
এ ব্যপারে মুঠোফোনে জানতে মোঃ আলাউদ্দিন আলালের সঙ্গে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি তাই তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
|
