|
গনঅধিকার পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে কাশিয়নী উপজেলায় সদস্য সংগ্রহ ও লিফলেট বিতরন—
মোঃ আশরাফুজ্জামান
|
|
মোঃ আশরাফুজ্জামান গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃজনতার অধিকার আমাদের অঙ্গীকার। আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের অহংকার গন অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ভিপি নুরুল হক নূর ও বিপ্লবী সাধারণ সম্পাদক খান এর নেতৃত্বে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় তারুণ্যের নতুন ধারা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত গণআধিকার পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আজ দুপুর ২ টার সময় কাশিয়ানী বাজারে নতুন সদস্য সংগ্রহ ও লিফলেট বিতরন করা হয়।
গনঅধিকার পরিষদ জিওপি গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি – আল-আমীন সরদারের নেতৃত্বে উক্ত সদস্য সংগ্রহ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা গনঅধিকার পরিষদের সদস্য সচিব – ডা: আহমদ আলী , যুগ্ম আহ্বায়ক – নোমান মিয়া, রাজপাট ইউনিয়ন – আহ্বায়ক – মো ইরান মোল্লা, যুব অধিকার পরিষদ গোপালগঞ্জ জেলার সভাপতি – মোল্লা ইব্রাহিম ( মোল্লা ভাই) কাশিয়ানী উপজেলার- সভাপতি – মো তাওহীদ শিকদার, রাজপাট ইউনিয়ন কমিটি- সভাপতি- বিশু মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।এ সময় গোপালগঞ্জ জেলা গণআধিকার পরিষদের সভাপতি আল-আমিন সরদার বলেন মুক্তিযুদ্ধের আত্মত্যাগ কে ধারণ করে দুর্নীতি দুঃশাসন মুক্ত বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গঠনে গোপালগঞ্জ জেলা ছাত্রধিকার, যুব অধিকার ও গণঅধিকারে স্বপ্নবাজ তরুণদের আশা আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত দল গণধিকারে যোগ দেওয়ার আহ্বান জানান।
|
