বাগেরহাটের মোল্লাহাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে নকল ডার্বি সিগারেট, স্টার সিগারেট ও নকল সোনালী বিড়ি সহ মামুন নামে এক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত নাঈমকে ৭০ টাকা জরিমানা করা হয়েছে।
জানাগেছ, সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলাধীন আবুল খায়ের সেতুর টোল প্লাজার সামনে নাঈম মোল্লা(২০) নামক এই যুবককে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা এক বস্তা নকল বিড়ি ও সিগারেট সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী আসামি মামুন মোল্লাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারায় ৭০ হাজার টাকা জরিমানা করেন।
আটককৃত মামুন মোল্লা উপজেলার কুলিয়া ইউনিয়নের বড়ঘাট গ্রামের হেদায়েত মোল্লার ছেলে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী জানান, মোল্লাহাটের দীর্ঘদিন যাবত একটি চক্র নকল বিড়ি সিগারেটের সাথে যুক্ত। মোল্লাহাটের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবত সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে এসকল নকল বিড়ি, সিগারেট বাজারজাত করছে চক্রটি। নকল ব্যান্ডরোল লাগিয়ে ডার্বি সিগারেট, স্টার সিগারেট, সোনালী বিড়ি সহ বিভিন্ন ব্র্যান্ডের নকল তামাকজাত দ্রব্য বাজারজাত করছে মোল্লাহাটের একটি অসাধু চক্র। ইতিমধ্যে আমারা কয়েক ব্যক্তিকে জরিমানা সহ কারাদণ্ড প্রদান করেছি, কিন্তু এর পর ও এই চক্রটিকে এই কাজ থেকে বিরত রাখতে পারছি না।
এমন ই গোপন সংবাদের ভিত্তিতে আমরা উপজেলার আবুল খায়ের সেতুর টোল প্লাজার সামনে একটি অভিযান পরিচালনা করি। অভিযানে এসকল নকল বিড়ি, সিগারেট সহ মামুন নামে এক ব্যাক্তিকে আটক করি। আটককৃত ব্যাক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো বলেন, আমরা মোল্লাহাট বাসীকে আশ্বস্ত করতে চাই যে কিছু অসাধু ব্যাক্তির কারনে আমাদের মোল্লাহাটের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কাজেই আপনাদের আশেপাশে যদি কোন দুস্কৃতিকারী থাকে তবে তাদের তথ্য দিয়ে সহায়তা করুন।