মোঃ আশরাফুজ্জামান গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যান চালক নিহত ও ১২ জন আহত হয়েছে।
দুর্ঘটনার ফলে রাস্তা বন্ধ থাকায় যান চলাচল ২ ঘন্টা বন্ধ ছিল।
আজ বুধবার ১৯(ফেব্রুয়ারি) সকাল ৮ টার সময় ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাস স্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।ঢাকা থেকে ছেড়ে আসা খুলনায় গামী ফাল্গুনী পরিবহনের একটি বাস ও খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা কাভার্ডভ্যান ঢাকা খুলনা মহাসড়কের সামনে আসলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ও দুমড়ে মুচড়ে যায়।দুর্ঘটনায় গাভা গান চালক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে এবং ১২ জন গুরুতর আহত হয়। গুরুতর আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ হাসপাতালে এবং বাকিদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই এবং স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা শুরু করি। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।