|
মোল্লাহাটে ২০ বস্তা তামাক সহ বিড়ি তৈরির সরঞ্জাম জব্দ।
এম এম জাকীর হুসাইন
|
|
এম এম জাকীর হুসাইন
মোল্লাহাট বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল সোনালী বিড়ি তৈরির সরঞ্জাম সহ ২০ বস্তা তামাক জব্দ করা হয়েছে। তবে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নাই।
জব্দকৃত তামাক ও বিড়ি তৈরির সরঞ্জাম খোলা ময়দানে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
মঙ্গলবার ২৫ ই ফেব্রুয়ারি বিকাল ৩ টায় উপজেলার বড়ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নিলা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাল ব্যান্ডরোল (সোনালী বিড়ি) দিয়ে নকল বিড়ি তৈরি করার সংবাদ পেয়ে উপজেলার বড়ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। তবে পুলিশ ও কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় কারবারি। এসময় বড়ঘাট এলাকার ফাহিম বিড়ির স্বত্বাধিকারী মুজাহিদের বাড়ি হতে বিপুল পরিমাণ এসব তামাক ও নকল সোনালী বিড়ি তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত তামাক ও নকল সোনালী বিড়ি তৈরির সরঞ্জাম খোলা ময়দানে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। তিনি আরো বলেন, মোল্লাহাটের ভাবমূর্তি নষ্ট করতে একটি অসাধু চক্র দীর্ঘদিন যাবত সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে নকল বিড়ি সিগারেট তৈরি করে বাজারজাত করছে। ইতিপূর্বে কয়েকজনকে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বার বার সতর্ক করা সত্ত্বেও যেহেতু তারা নিভৃত হচ্ছে না তাই আইন প্রয়োগ করে তাদের এ ধরনের কাজ থেকে বিরত রাখার জন্য আজকের এই বিশেষ অভিযান।
|
