কাশিয়ানীতে প্রতিপক্ষের হামলায় আহত ১
মোঃ আশরাফুজ্জামান, কাশিয়ানীঃকাশিয়ানীতে তারাবির নামাজ পড়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় ১জন আহত হয়েছেন। কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাজাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী জাহাঙ্গীর আলম এবং বর্তমান চেয়ারম্যান মাহাবুবুল আলম সেলিম গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ১ জন আহত হয়েছেন।
গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে মসজিদ থেকে তারাবির নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের উপর হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনাটি ঘটে কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া গ্রামে।
আহতরা হলেন ওলিয়ার শেখ (৩৫)সে কুসুমদিয়া গ্রামের খালেক শেখের ছেলে৷
আহত ওলিয়ার শেখের স্ত্রী চামেলি বেগম জানান আমার স্বামী , ওলিয়ার শেখ তরাবির নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে গোরা কাজী, বিল্লাল কাজী, হেলাল কাজী, ইয়াছিন কাজী, ইয়ামিন কাজী, রাজিব কাজী, হৃদয় কাজী, আরমান কাজী, সাজিদ কাজী’সহ আরও ৫ থেকে ৭ জন এসে এলোপাতাড়ি মারপিট করে। তার চিৎকারে আমরা বাড়ি থেকে ছুটে আসি এবং এলাকাবাসীসহ উদ্ধার করে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নিই।সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। অভিযোগ পেলে সঠিক তদন্ত করে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মোঃ আশরাফুজ্জামান,কাশিয়ানী উপজেলা প্রতিনিধি ০১৭৪০৯৯০৩৫৭