মোঃ আশরাফুজ্জামান,স্টাফ রিপোর্টারঃ অধিকার, সমতা,ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যে গোপালগঞ্জের কাশিয়ানীতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা আজ ১০ (ফেব্রুয়ারি) সকাল ১১ টার সময় উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়। কাশিয়ানী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার লাখ সানা লাকির উপস্থাপনায় এবং কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাতের সভাপতিত্বে উক্ত র্যালি ও আলোচনা সভায় আর ও উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার ভূমি মুনমুন পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনোয়ার মাহমুদ , কাশিয়ানী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মৌসুফা বিনতে রেজা,কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম মুন্না, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মুরাদ সহ কাশিয়ানী উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।উক্ত র্যালি ও আলোচনা সভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত।
তিনি তার বক্তব্য বলেন আজ নারী দিবস হিসেবেই নয়, বছরের প্রতিটা দিনই হোক নারী দিবস, একজন নারীর মধ্য দিয়ে আমরা (নারী ও পুরুষ) পৃথিবীর মুখ দেখি।একজন নারীর স্নেহ মমতায় যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠি।তাই নারীকে বাদ দিয়ে একটা জাতি কখনও উন্নতি করতে পারে না।পুরুষের পাশাপাশি রাষ্ট্র গঠনে নারীর ভুমিকা ও কম নয়।নারী আজ পুরুষের কাধে কাধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। একজন (বাবা,স্বামী বা সন্তান) হিসেবে নারীর কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা প্রতিটি পুরুষের নৈতিক দায়িত্ব। চার পাশে তাকালে আজ শুধু নারী নির্যাতন আর সহিংসতা দেখতে পাই।আপনারা যদি নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলান তাহলে একজন নারী মা হিসেবে পরিবার তথা রাষ্ট্র গঠনে অবদান রাখার সুযোগ পাবে।