এম এম জাকীর হুসাইন
মোল্লাহাট বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। তবে কৃষকরা বলছে, সময় মত বীজ না দেয়ায় এই প্রণোদনা তাদের কোন কাজে আসে না।
সোমবার (২৪ মার্চ) সকালে, উপজেলা পরিষদ চত্বরে, উপজেলা কৃষি অফিসের আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে গ্রীষ্মকালীন তিল, মুগ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
এসময় অভিযোগ করে চাষীরা বলেন, ধান ব্যতীত অন্য কোন ফসলের বীজ আমরা সময় মত পাই না ফলে বীজ গুলি নিয়ে যাই, কিন্তু কোন কাজে আসে না। সরকার একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণের লক্ষ্যে কৃষকদের এই সার,বীজ প্রণোদনা হিসেবে দিয়ে থাকেন, তবে সঠিক সময়ে না পেলে এর কোন প্রয়োজন নেই।
কৃষক আব্দুর রাজ্জাক ও আব্দুল গনি বলেন, গত বছর পাট ও তিল বিজ যখন পেয়েছি তখন রোপনের সময় ছিল না। ফলে ব্রিজগুলো নষ্ট হয়েছে। সরকার প্রতিবছর ধান বীজ দিয়ে যাচ্ছে তবে সঠিক সময়ে বন্টন করা হচ্ছে না বলে বীজগুলো বিনষ্ট হচ্ছে। তারা আরো বলেন, আমরা একই জমিতে মৌসুম ভেদে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করে থাকি। ধান উঠতেই আমরা পাট বুনে দেই এরপর তিল, ডাল ইত্যাদি। এজন্য সময় মত সার-বীজ-কীটনাশক না পেলে এগুলো আমাদের উপকারে আসে না।
উক্ত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিডি(শস্য)রমেশ চন্দ্র ঘোষ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী। তিনি কৃষকের অভিযোগগুলো শুনেন এবং পরবর্তীতে এসকল সার-বীজ-কীটনাশক সময়মতো দেয়া হবে বলে আশ্বস্ত করেন।
উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি মিয়া পারভেজ আলম, মোল্লাহাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক এম এম জাকীর হুসাইন ও অন্যান্য স্থানীয় সাংবাদিক বৃন্দ।