|
কলাপাড়ায় নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন।।
মো: এরশাদুল ইসলাম
|
|
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুয়েল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপি’র সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোকছেদুল আলম, উপজেলা সিপিপি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান খানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদকর্মীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম জানান,এবারের পহেলা বৈশাখ বাঙালি জাতির জন্য অনেক বেশি তাৎপর্যপূর্ণ। উপজেলা প্রশাসন খেলার মাঠে বিভিন্ন লোকজ ক্রীড়া অনুষ্ঠান, লোকজ মেলা এবং দিনভর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কলাপাড়াবাসী দিনটিকে উপভোগ করছেন।
|
