মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃদেশীয় প্রজাতির মাছও শামুক সংরক্ষণ প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গোপালগঞ্জের কাশিয়ানীতে ৩৫ জন দরিদ্র ও নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১ টার সময় কাশিয়ানী উপজেলা চত্বরে এ বকলা বাসের বিতরণ করা হয়।
কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা আনিসুর রহমানের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাতের সভাপতিতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বিজন নন্দী। এ সময় আরো উপস্থিত ছিলেন কাশেমী উপজেলা কৃষি কর্মকর্তা এজাজুল করিম,প্রাণিসম্পদ
কর্মকর্তা ডা শুভঙ্কর দত্ত, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইমদাদুল হক, কাশিয়ানী থানার ওসি খন্দকার হাফিজুর রহমান, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মুরাদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম মুন্না,মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ সহ কাশিয়ানীতে কর্মরত প্রিন্টু ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বিজন নন্দী বলেন দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণে নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল ব্যবহার থেকে বিরত রাখার উদ্দেশ্যে নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কার্যক্রম করা হয়েছে। কাশিয়ানিতে যারা নিবন্ধিত মৎস্যজীবী রয়েছেন তাদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি হবে।