|
লক্ষ্মীপুরে বিচার বিভাগীয় কর্মচারীদের দুই ঘণ্টার কর্মবিরতি
এস এম আওলাদ হোসেন।
|
|
এস এম আওলাদ হোসেন, জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর।।
০৫ই মে(সোমবার)সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত লক্ষ্মীপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন বিচার বিভাগের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীরা।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য, মো হারুনুর রশিদ, সাইফুর রহমান।
তাদের দাবির পক্ষে একাত্মতা পোষন করে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জর্জ কোর্টের পি পি, এডভোকেট আহমেদ ফেরদৌস মানিক, জে পি এডভোকেট মোঃ জহিরুল ইসলাম প্রমুখ।
এইসময় বক্তারা জানান, তাদের প্রধান দাবিগুলো হলো বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, সহায়ক কর্মচারীদের ‘বিচার বিভাগের সহায়ক কর্মচারী’ হিসেবে স্বীকৃতি প্রদান এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আওতায় তাদের বেতন-ভাতা নির্ধারণ। পাশাপাশি, জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম থেকে ৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম থেকে ১২তম গ্রেডে অন্তর্ভুক্তি, ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন, এবং যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবি জানান তারা।
এসময় কর্মচারীরা দাবি আদায়ে শান্তিপূর্ণভাবে ব্যানার হাতে কর্মবিরতিতে অংশ নেন। এইসময় তারা বলেন দাবি আদায় না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা আসতে পারে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।
এস এম আওলাদ হোসেন।
লক্ষ্মীপুর।
01637654471
|
