|
কাশিয়ানীতে বিরোধপুর্ন জমির গাছ কেটে নিয়েছেন আওয়ামী লীগ নেতা
মোঃ আশরাফুজ্জামান
|
|
মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃগোপালগঞ্জের কাশিয়ানী তে আদালতে মামলা চলমান বিরোধপুর্ন জমি থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
গত সোমবার (১২ মে) উপজেলার মহেশপুর ইউনিয়নের ধানজাইল গ্রামে এ গাছ কেটে নেওয়ার ঘটনা ঘটে।
ভুক্তভোগী রেবেকা বেগম জানান উপজেলার মহেশপুর ইউনিয়নের ধানজাইল গ্রামের নুরুজ্জামান মিয়া গংদের সাথে দীর্ঘ দিন ধরে একই গ্রামের তোরাফ গংদের ২ একর ৫৭ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে।এঘটনায় বিঞ আদালতে মামলা চলমান।গত সোমবার ওই জমি থেকে বিশাল আকৃতির একটি মেহগনি গাছ জোরপূর্বক কেটে নিয়ে যায় তোরাফ গংদের পক্ষের সফিক খান। বাঁধা দিতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হুমকি দেয়।রেবেকা বেগম আর ও জানান গত ১৫ বছর আগে মফিজুর রহমানদের কাছ থেকে ক্রয় করার পর থেকে ভোগ করে আসছি।হঠাৎ করে গতকাল স্থানীয় আওয়ামী লীগ নোতা শফিক খান এসে নিজের দাবী করে জোর করে একটি বড় মেহেগনি গাছ জোর কেটে নিয়ে যায়। গাছটির দাম ১৫০০০ টাকা প্রায়।আমি এ জুলুমবাজের শাস্তি দাবি করছি।জোরপূর্বক গাছ কেটে নেওয়ার ব্যাপারে আওয়ামী লীগ নেতা সফিক খানের নিকট মোবাইল ফোনে জানতে চাইলে তিনি জানান আমার দাদা মরহুম আমির আলী খান আজ থেকে প্রায় ৬৫ বছর আগে জমিটি ক্রয় করেন।এসএ এবং বিআরএস আমার দাদার নামে রেকর্ড আছে।দীর্ঘ দিন জমিটি দখলে না থাকায় গত তিন দিন আগে দখলে যাই এবং একটি মেহগনি গাছ কেটে নিয়ে আসি।অভিযোগকারী যদি প্রমান
করতে পারেন যে জমি তার তাহলে আমি উপযুক্ত বিচার দিব।তবে আমার নামে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি
না করার অনুরোধ রইল। কাশিয়ানী থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান আমি এব্যাপারে কোন অভিযোগ পাইনি। তবে কেউ যদি অভিযোগ করে তাহলে আমি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয় হবে।
|
