|
মোল্লাহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
এম এম জাকীর হুসাইন
|
|
এম এম জাকীর হুসাইন
মোল্লাহাট বাগেরহাট প্রতিন
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কাকড়িয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গণেশ চন্দ্র রায় (৫২) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ মে) সকাল ৭টায় নিজ বাড়ির গোয়ালে গরুর দেখভাল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে গোয়ালঘরে যান গণেশ চন্দ্র রায়। গোয়ালের ভেতরে থাকা খোলা বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত হাত লাগাতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
এই ভয়াবহ দৃশ্য চোখের সামনে দেখতে পান তাঁর ছেলে গণপতি রায় (৩০)। তিনি সঙ্গে সঙ্গে একটি চেয়ারের সাহায্যে বাবাকে তার থেকে আলাদা করার প্রাণপণ চেষ্টা করেন। তার চেষ্টায় বাবাকে বৈদ্যুতিক তার থেকে আলাদা করতে পারলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
পরে স্থানীয়রা ছুটে এসে গণেশ চন্দ্র রায়কে উদ্ধার করে দ্রুত ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন ও লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খোলা বৈদ্যুতিক তার থেকেই দুর্ঘটনার সূত্রপাত হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
হঠাৎ এমন করুণ মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। গণেশ চন্দ্র রায় ছিলেন একজন পরিশ্রমী ও সহজ-সরল কৃষক। তাঁর অকাল মৃত্যু পরিবার ও প্রতিবেশীদের হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করে।
|
