পটুয়াখালী’তে লঞ্চঘাটে ঈদেঁর ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের ভীড় ছিল প্রচন্ড।
মু,হেলাল আহম্মেদ
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পবিত্র ঈদ উল আজহার ছুটির শেষ দিন ঈদের সপ্তম ও অষ্টম দিনে পটুয়াখালী নদী বন্দর’র বিআই ডব্লিউটিএ লঞ্চ টার্মনালে কর্মস্থলে ফেরা যাত্রীদের প্রচন্ড ভীড় লক্ষ্য করা গেছে লঞ্চে এবং বাস টার্মিনালে।
এদিকে পটুয়াখালী নদী বন্দর কর্মকর্তা মো. জাকি শাহরিয়ার ও পরিবহন সেক্টর পরিদর্শক তুষার কান্তি বণিক জানান, ঈদের সপ্তম ও অষ্টম দিন শুক্রবার এবং শনিবার ঈদের ছুটির শেষ দিকে লঞ্চ টার্মনালে কর্মস্থলে ফেরা যাত্রী সাধারণের ভীড় অন্য দিনের চেয়ে ব্যপক চোখে পড়ার মতো। এ দিনে পটুয়াখালী লঞ্চ টার্মিনালে ঢাকাগামী প্রতিদিন ৮টি লঞ্চ ছেড়ে গেছে। প্রত্যেকটি লঞ্চ যাত্রী বোঝাই করে নির্বিঘ্নে টার্মিনাল ছেড়ে গেছে।
প্রশাসন কতমক ঘাটে প্রয়োজনীয় সংখ্যক আইন শৃংঙ্খলা বাহিনীর পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে। এ পর্যন্ত কোন ধরনের অপ্রতিকর ঘটনা ঘটেনি। এখান থেকে পর্যায়ক্রমে ৮টি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য ছেড়ে গেছে। লঞ্চ সমূহের মধ্যে ছিল- মেসার্স শুভরাজ শিপিং লাইসেন্স এর কাজল-৭, মেসার্স ডলার ট্রেডিং কর্পোরেশনের কুয়াকাটা-১, মেসার্স শিপিং লাইনস’র এ আর খান-১, মেসার্স এ. ওহাব শিপিং লাইন্স এর প্রিন্স রায়হান -১, সুন্দরবন নেভিগেশন গ্রুপের সুন্দরবন-৯ এবং মেসার্স এ. ওহাব শিপিং লাইন্স এর প্রিন্স কামাল -১, পূবালী-১২, আল সাফিন সাত্তার খান।
১৫ জুন রবিবার অফিস খোলা থাকায় ১৪ জুন শনিবার ঢাকাগামী যাত্রী বেশী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে স্থানীয়রা জানান।
অপরদিকে পটুয়াখালী বাস টার্মিনালে যাত্রীদের প্রচন্ড ভীড় লক্ষ করা গেছে। বাডস্ট্যান্ড এলাকার জন সাধারণরা জানায়, লেবুখালী সেতু ও পদ্মা সেতু হওয়ার কারনে সড়ক পথে ঈদেঁ কোরবানিতে যাত্রীদের চলাচল বেশী বলে জানান।