|
পটুয়াখালী’র লোহালিয়ায় গভীর রাতে ভেকু দিয়ে জমি দখলের অভিযোগ জাকির গাজীর বিরুদ্ধে।
মু,হেলাল আহম্মেদ(রিপন)
|
|
পটুয়াখালীতে গভীর রাতে ভেকু দিয়ে জমি দখলও বসতঘড় তোলার পায়তারা, ভুক্তভোগীর ৯৯৯ এ কল অতপর পুলিশ।
মু,হেলাল আহম্নেদ(রিপন)
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর লোহালিয়া ইউনিয়নের নাজীরপুর গ্রামে গভীর রাতে ভেকু মেশিন দিয়ে জমি দখলে অভিযোগ উঠেছে একই এলাকার জাকির গাজী গংদের বিরুদ্ধে।
জানা গেছে
গত ১ ৯ জুন (বৃহস্পতিবার) রাত আনুমান ১.৩০ মিনিটের সময় লোহালিয়া ইউনিয়নের নাজিরপুর গ্রামের ৪ নং ওয়ার্ডে মোঃ জাকির গং ভেকু মেশিন দিয়ে জমি দখলের ঘটনাটি ঘটায়।
ভুক্তভোগী জমির মালিক সবুজ খন্দকার বলেন, আমার পৈত্রিক সম্পত্তি নিয়ে দির্ঘদিন ধরে প্রতিবেশি জাকির গং দের সাথে জমির বিরোধ চলে আসছে কোর্টে মামলাও চলমান। এরাই ধারাবাহিকতায় জাকির গাজী ও তার স্ত্রী রেখা বেগম এবং ছেলে সাকিব সহ আরো অজ্ঞাত ৬০/১০০ জনকে সাথে নিয়ে আমার পৈত্রিক সম্পত্তিতে রাতের আধারে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে নতুন বসত ঘর নির্মানের পায়তারা চালায়। আমি বাধা দিতে গেলে আমাকে
দেশীয় অস্ত্র রামদা নিয়ে মেরে ফেলার হুমকী দেয়। আমি নিরুপায় দেখে ওই রতে পুলিশ প্রশাসনের ৯৯৯ এ কল করি।
আমার মোবাইল ফোনদিয়ে পুলিশকে কল করলে একই রাতে ঘটনাস্থলে পুলিশ পিকআপ ভ্যান উপস্থিত হয়। ভূমিদস্যুরা পুলিশের উপস্থিতি টের পেয়ে আস্তে করে গা’ঢাকা দেয়ে। বিষয় টি নিয়ে রীতিমতো এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পাশাপাশি ভুক্ত ভোগী সবুজ খন্দকার ভূমিদস্যুদের তোপের মুখে রয়েছে। যার পরিপ্রেক্ষিতে পরবর্তী এই ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য পটুয়াখালী সদর থানার এসআই হাবিব ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এই জবরদখলের সত্যতা খুঁজে পায় বলে জানা যায়।
উক্ত ঘটনার ব্যপারে জাকির গাজীর স্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা জমি ক্রয় করেছি। জমির কাছে
যাইতে পারিনা বিধায় আমরা রাতের
আধারে এ ব্যবস্থায় গেছি বলে জানান তিনি। এব্যপারের সরেজমিন অনুসন্ধানে অভিযুক্ত জাকির গাজী সহ তার স্ত্রী রেখা বেগমের কাছে জানতে চাইলে তারা কোন প্রশ্নের জবাব নাদিয়ে এরিয়ে যায়।
এবিষয় পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমতিয়াজ আহমেদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি অবগত আছি। তাছাড়া এই ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী সবুজ খন্দকার থানায় লিখিত অভিযোগ করেছে। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
|
