|
জকশিন-পোদ্দার বাজার সড়ক: বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা
এস এম আওলাদ হোসেন।
|
|
এস এম আওলাদ হোসেন, জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর।।
লক্ষ্মীপুর সদর উপজেলার গুরুত্বপূর্ণ জকশিন-পোদ্দার সড়কটির বর্তমান অবস্থা বেহাল। প্রায় তিন লাখ মানুষ প্রতিদিন এই সড়কপথে চলাচল করে থাকলেও দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এটি এখন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এই সড়কটি শুধুমাত্র লক্ষ্মীপুর সদর নয়, রামগঞ্জ উপজেলা ও নোয়াখালীর চাটখিল উপজেলা থেকেও লাখো মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম। পোদ্দার বাজারসহ অন্তত ৬-৭টি বাজার এবং ১০-১২টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে এই সড়কের পাশে। অথচ পুরো ১০ কিলোমিটারজুড়ে এখন শুধুই খানা-খন্দক ও কাদামাটির জলাবদ্ধতা। এত বড় জনবহুল ও বাণিজ্যিক এলাকা হলেও বারবার গণমাধ্যমে সংবাদ প্রতিবেদন প্রকাশিত হওয়া সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে করে এই এলাকার মানুষ এখন জেলা শহর লক্ষ্মীপুরসহ অন্যান্য অঞ্চলের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চিত্রে দেখা যায়, রিকশাচালক নিজেই ঠেলছেন তার যানটি, যাত্রীরা দুর্ভোগে। মটরসাইকেল চালক কাদা মাড়িয়ে রাস্তা পার হচ্ছেন ঝুঁকি নিয়ে। এলাকাবাসীর দাবি, দ্রুত সড়কটির পূর্ণাঙ্গ সংস্কার ছাড়া দুর্ভোগ থেকে মুক্তি মিলবেনা স্থানীয় জনগণের। এস এম আওলাদ হোসেন। জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর। ০১৬৩৭৬৫৪৪৭১ |
