মোঃ আশরাফুজ্জামান,
গোপালগঞ্জঃগাজীপুরের
দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোপালগঞ্জের কাশিয়ানীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (১০ আগস্ট) সেমবার সকাল ১১টার সময় কাশিয়ানী উপজেলার
শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন
কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের কাগজের কাশিয়ানী উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলাম মুন্না। এ সময় আর ও উপস্থিত ছিলেন কাশিয়ানী
প্রেস ক্লাবের সভাপতি ও যায়যায়দিন পত্রিকার কাশিয়ানী উপজেলা প্রতিনিধি নিজামুল আলম মোরাদ, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্নু সিকদার,দৈনিক বাংলা বাজার পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি নেয়াজ, দৈনিক সমকালের কাশিয়ানী উপজেলা প্রতিনিধি গিয়াসউদ্দিন গালিব,চ্যানেল কোন এস এর কাশিয়ান উপজেলা প্রতিনিধি রায়হান মুন্সি জসিম, কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা ও দৈনিক কাল বেলার প্রতিনীধি মিল্টন খান, সভাপতি বাইতুল হাসান,সাধারণ সম্পাদক ইবাদুল রানা, দৈনিক করতোয়া পত্রিকার কাশিয়ানী উপজেলা প্রতিনিধি লিটন সিকদার, দৈনিক আমার দেশ পত্রিকার কাশিয়ানী উপজেলা প্রতিনিধি ডাঃ সোহান,
কাশিয়ানী প্রেসক্লাবের সহসভাপতি কাজী ওমর, সহসভাপতি ও দি বাংলাদেশ টুডের কাশিয়ানী উপজেলা প্রতিনিধি মিকাইল মিয়া,নয়া দিগন্তের কাশিয়ানী উপজেলা প্রতিনিধি চৌধুরী আবু তালেব,কার্যনির্বাহী সদস্য সাজ্জাদ হোসেন সিজু,জামিল হোসেন, দৈনিক আজকালের খবর পত্রিকার কাশিয়ানী উপজেলা প্রতিনিধি আল ইমরান,সদস্য মাহমুদ হোসেন মাসুদ,শহিদুজ্জামান লাবু,মোঃ জুয়েল হাসান, আব্দুস সবুর মিয়াসহ কাশিয়ানীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাংবাদিক তুহিন ছিলেন সত্য ও ন্যায় প্রতিষ্ঠার একজন সাহসী কণ্ঠস্বর। তার হত্যাকাণ্ড শুধু সাংবাদিক সমাজ নয়, পুরো জাতির জন্য গভীর শোক ও ক্ষোভের বিষয়। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি দেশের সকল সাংবাদিকের নিরাপত্তা বিধানে রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।