|
গোপালগঞ্জের কাশিয়ানীতে মহেশপুর ইউনিয়ন বিএনপির কর্মী সভা
মোঃ আশরাফুজ্জামান
|
|
মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে মহেশপুর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
মহেশপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন এ মত কর্মী সভার আয়োজন করে।
আজ(১৬আগষ্ট) শনিবার বিকাল ৪ টার সময় জয়নগর হাই স্কুল মাঠ প্রাঙ্গণে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
মহেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহাদৎ চৌধরির সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটু ও মহেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামানের সঞ্চালনায় উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। তিনি তার বক্তব্যে বলেন বিগত ৩৮ বছর আমি রাজনীতির সাথে জড়িত। ছাত্র জীবন থেকেই বিএনপির করে আসছি।বিগত আওয়ামী লীগের শাসন আমলে প্রায় অর্ধশত রাজনৈতিক মামলার আসামি হয়েছি।৪০ টীর মত মামলায় খালাস পেয়েছি। বাকি মামলা বিচারাধীন রয়েছে। আমি দলের দুর্দিনে দলের সাধারণ নেতা কর্মীর পাশে ছিলাম,এখন ও আছি ভবিষ্যতে ও পাশে থাকবো ইনশাআল্লাহ।
গত ৫ তারিখ জনগণের আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকার এদপশ থেকে পালিয়ে গেছে। কিন্তুু তাদের দোসর রয়ে গেছে। তারাই কাশিয়ানীতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।বিগত তিনটি জাতীয় নির্বাচনে সাধারণ ভোটার ভেট দিতে পারেনি। দিনের ভোট রাতে হয়েছে। কেউ প্রতিবাদ ও করতে পারেনি।আমি কথা দিলাম আপনারা আগামীতে শান্তিতে ভোট কেন্দ্র গিয়ে পছন্দসই প্রার্থীকে ভোট দিতে পারবেন ইনশাআল্লাহ।
এ সময় আর ও উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা,সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম,
যুগ্ন সাধারণ সম্পাদক হিরু মৃধা, সিনিয়র সহসভাপতি মুন্সী আজিজুল হক
নান্নু, জায়েদার রহমান
অর্থ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম মুন্না,মুকসুদপুর উপজেলার বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু,, কাশিয়ানী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ
টিটু, সদস্য সচিব
মিলন খান, উপজেলা ছাত্র দলের সভাপতি
আমিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক
সুজাউদ্দিন অপু, যুবদলের সদস্য সচিব
আরিফুল ইসলাম পাবেল,
গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান লিমন,কাশিয়ানী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সিকদার ইমরান ,ফখরুল ইসলাম,মহেশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হায়দার মীর,সাধারন সমম্পাদক রুবেল হাসান যুবরাজ, জয়নগর ইয়ার আলী খান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রুমান,সাধারন সম্পাদক লিমন ইসলাম, যুবদলের বাবুল মীর সহ মহেশপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিতি ছিলেন।
|
